রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ১১:২৩:৫৬

আসামের পর ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো মণিপুর

আসামের পর ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো মণিপুর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যেই ধারাবাহিক বিস্ফোরণে কাঁপলো ভারতের আরেক রাজ্য মণিপুর। রবিবার বিস্ফোরণ ঘটানো ওই রাজ্যের রাজধানী শহর ইম্ফলে। ওই শহরের মোট তিনটি জায়গায় এদিন বিস্ফোরণ ঘটানো হয়। এদিনের নাশকতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একইসঙ্গে জখম হয়েছেন দুই সিআরপিএফ সেনা।

সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংকে লক্ষ্য করে জঙ্গি হানা হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ইবোবি সিং। শনিবার আসামের আলফা(স্বাঃ) ও এনএসসিএন(কে) জঙ্গিরা নাশকতা ঘটায়। ওই ঘটনায় আসাম রাইফেলসের তিন সেনার মৃত্যু ঘটে।

এদিন মণিপুরেও একাধিক হামলা হয়েছে আসাম রাইফেলসের ক্যাম্পের কাছে। রবিবার সকালে প্রথম বিস্ফোরণটি ঘটে সিঙ্গাজামেই চিঙ্গামাঠাক এলাকায়। আইইডি বিস্ফোরণে বিনোদ রায় নামের একজনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে বিকেল পাঁচটা নাগাদ বিটি রোডের উপরে এম সেক্টরে। এটিও আসাম রাইফেলসের ক্যাম্পের কয়েক মিটার দূরে অবস্থিত।

এই বিস্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আসাম রাইফেলসের মুখপাত্র। দ্বিতীয় ঘটনার মিনিট দশেক পরে ঘটে তৃতীয় বিস্ফোরণ। অল ইন্ডিয়া রেডিও কমপ্লেক্সের ভিতরে ঘটা বিস্ফোরণে দুই সিআরপিএফ পুলিশের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। কলকাতা ২৪

২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে