সোমবার, ২১ নভেম্বর, ২০১৬, ০২:০৭:০৯

‘রানির প্রাসাদ মেরামতের খরচ আমরা দেব কেন?’

‘রানির প্রাসাদ মেরামতের খরচ আমরা দেব কেন?’

আন্তর্জাতিক ডেস্ক: সেই রানি আছেন। নেই শুধু রাজত্বটাই। যার নির্যাস, রাজপ্রাসাদের মেরামতির খরচ জোগাতে নারাজ প্রজারা। প্রজাদের সাফ কথা, রাজপ্রাসাদ মেরামত রাজপরিবারের দায়িত্ব। আমরা কেন গুণব? বিতর্কের কেন্দ্রে ব্রিটেন। অনলাইন পিটিশনে স্বাক্ষর নেয়াও শুরু হয়ে গেছে।

ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস মেরামতের জন্য খরচ পড়বে ৩৭ কোটি পাউন্ড। এতদিনের রীতি অনুযায়ী, বাকিংহাম প্যালেস মেরামত, রক্ষণাবেক্ষণের খরচ একটি সরকারি তহবিল থেকে করা হয়। এবার আর তা মেনে নেয়া হবে না বলে দাবি করেছেন ব্রিটেনের কয়েক হাজার মানুষ। তাঁদের সাফ কথা, ‘প্রাসাদ মেরামতের খরচ করবেন প্রাসাদের বাসিন্দারা।’ আম আদমির করের টাকায় হাত দেয়া যাবে না।

ইতোমধ্যেই এই দাবিতে শুরু হয়েছে অনলাইন পিটিশন। এখনো পর্যন্ত সেই পিটিশনে স্বাক্ষর করেছেন ৮৮ হাজার ৩৩৯ জন মানুষ। ৯০ বছরের পুরনো প্রাসাদটির মেরামতের কাজ শুরু হওয়ার কথা আগামী বছর এপ্রিলে। খরচ ধরা হয়েছে ৩৭ কোটি পাউন্ড।-এই সময়

২১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে