সোমবার, ২১ নভেম্বর, ২০১৬, ০১:২০:৫১

ট্রাম্প রাজি, জানালেন পুতিন

ট্রাম্প রাজি, জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রস্তাব দিয়েছেন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের। বার্তা সংস্থা রয়টার্স থেকে এমনটি জানা গেছে। ক্ষমতা গ্রহণ করার আগেই নাকি ট্রাম্প এই বিষয় রাজি হয়েছেন। গতকাল রোববার পুতিন নিজেই বার্তা সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে পুতিন জানান, ট্রাম্প তাঁকে নিশ্চিত করেছেন, তিনি রাশিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তিনিও (পুতিন) একই ইচ্ছার কথা ট্রাম্পকে জানিয়েছেন।

দুই নেতা কোথায়, কখন বৈঠক করবেন, তা তাঁরা আলোচনা করেননি বলে উল্লেখ করেন পুতিন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন পুতিন। তখন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাতের ব্যাপারে একমত হয়েছেন।

পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনকালে গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পুতিনের দেখা-সাক্ষাৎ হয়। পুতিন জানান, কয়েক বছর ধরে ‘যৌথভাবে’ কাজ করার জন্য ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে