আন্তর্জাতিক ডেস্ক: ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেল ছুঁড়তে থাকে পাকিস্তান রেঞ্জার্স। যদিও পাকিস্তানকে পালটা জবাব দিতে ছাড়েনি ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তান রেঞ্জার্সের ছাউনি লক্ষ্য করে শেল ছোঁড়ে সেনা জওয়ানেরা। পালটা আঘাতে পাকিস্তান রেঞ্জার্সের বেশ কিছু ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আজ সোমবার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর সাফ জানিয়ে দিয়েছেন সেনা জওয়ানদের শহিদ হওয়ার অপেক্ষা না করে পালটা প্রত্যাঘাত করার। তাঁর এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি ভাঙার ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।-কলকাতা২৪
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস