আন্তর্জাতিক ডেস্ক: নাম না করে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। ‘চিট ফান্ড’ কেলেঙ্কারির পিছনে কাদের হাত? এই প্রশ্ন তুলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রত্যাঘাতে বাংলার মুখ্যমন্ত্রী। নোট বাতিল ইস্যুতে সাংবাদিক সম্মেলন করলেন মমতা। নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে মমতার হুঁশিয়ারি ‘‘আপনাকে বলছিল, প্রধানমন্ত্রীর মতো আচরণ করুন।’’ সোমবারের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন। কার্যত মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত ‘পরিক্রমা’ কর্মসূচি।
• ‘‘এক জন প্রধানমন্ত্রী রোজ দেশের সব রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছেন! কোনও দিন এ রকম দেখিনি। আমরা দেশে এত জন প্রধানমন্ত্রীকে দেখেছি, কাউকে এ রকম করতে দেখিনি। কেউ বিরোধিতা করলেই প্রধানমন্ত্রী তাঁকে শাসাচ্ছেন! যে কোনও ইস্যুতে সবাই আপনাকে সমর্থন করবে, এমনটা হতে পারে না। তা বলে আপনি জোর করে কাউকে সমর্থন করতে বাধ্য করতে পারেন না। আমরা জিএসটি-তে সমর্থন করিনি? সে সময় তো আমরা পূর্ণ সমর্থন দিয়ে বিল পাশ করিয়ে দিয়েছি। কিন্তু সব ইস্যুতে আপনাকে সমর্থন করব, এমনটা আশা করেন কী করে? আপনাকে বলছি, প্রধানমন্ত্রীর মতো আচরণ করুন।’’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ভাবেই তীব্র বিষোদ্গার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘আমি ভয় পাই না, আমাকে ভয় দেখাতে পারবেন না। আপনি ক্ষমতায় আছেন, আপনি আমাকে জেলে ভরতে পারেন। আপনি আমাকে খুন করতে পারেন। কিন্তু যত দিন পারব আমি সাধারণ মানুষের স্বার্থে লড়ে যাব।’’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও খোঁচা বাংলার মুখ্যমন্ত্রীর। ‘‘এ রাজ্যে প্রচুর বিহারি ভাই-বোন থাকেন, কাজ করেন। খুচরোর সমস্যার জন্য তাঁরা দেশে চলে যাচ্ছেন। বিহারের মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন। নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘সিদ্ধান্ত যা হয়েছে, তা অর্থমন্ত্রী জানতেনই না। ওঁদের দলের লোকেরাই এ ব্যাপারটা পছন্দ করছেন না। ঘরেই কোন্দল রয়েছে।’’
• ‘‘কোনও কোনও দল ভয়ে মুখ খুলছে না। সবাইকে ভয় দেখাতে পারলেও, আমাকে পারবে না।’’ বললেন বাংলার মুখ্যমন্ত্রী।
• ‘‘কার টাকা বাজার থেকে তুলে নিচ্ছে। রাজ্যগুলো থেকে কর আদায় করেই ওঁদের চলে। রাজ্য থেকে সব কিছু শুষে নিচ্ছে।’’ কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার।
• ‘‘যদি ক্ষমতায় এসে বলে, দেশ বেচে দেব, তা কখনোই মেনে নেওয়া যাবে না।’’ হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারকে চরমসীমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময়সীমা আগেই শেষ হয়েছে। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে দিলেন মমতা।
• ‘‘কাল ফের দিল্লি যাচ্ছি। ২৩ তারিখ থেকে রাস্তায় নামব। সবাইকে মিছিলে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।’’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘২৪ তারিখ ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি।’’ ঘোষণা মমতার।
• ২৯ নভেম্বর লখনউতে বিক্ষোভ কর্মসূচি। ১ ও ২ ডিসেম্বর বিক্ষোভ বিহারে। তার পর পঞ্জাব যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের প্রতিবাদে মঙ্গলবার থেকেই কার্যত শুরু হয়ে যাচ্ছে মমতার ‘ভারত পরিক্রমা’।
• ‘‘নোট বাতিলের পিছনে এঁদের গোপন এজেন্ডা কী?’’ প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।
• ‘‘প্রধানমন্ত্রীকে বলছি, প্রধানমন্ত্রীর মতো আচরণ করুন। আগুন নিয়ে খেলবেন না। সাধারণ মানুষের ঘরে আগুন লাগাবেন না।’’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
• ‘‘এই কেন্দ্রীয় সরকার কাউকে সম্মান করছে না। জানি না সরকার কেন এমন আচরণ করছে। সবার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।’’
• নোট বাতিলজনিত পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে আক্ষেপ মুখ্যমন্ত্রীর ‘‘নতুন নোট চালু বিষয়ে এঁদের কোনও পরিকল্পনাই নেই। সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’’
• ‘‘কৃষকরা ধান কাটতে পারছেন না। মজুরি দেওয়ার পয়সা নেই বলে ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না।’’ নোট বাতিলের পর কৃষকরা চরম দুরবস্থার মধ্যে রয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তীব্র ক্ষোভও প্রকাশ করলেন।
• সুন্দরবন এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মানুষের হাতে খাবার জোগাড় করার মতো অর্থও নেই, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘নদী থেকে মাছ ধরে মাছটা পুড়িয়ে খাচ্ছেন অনেকে’’, তীব্র ক্ষোভের সঙ্গে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
• ‘‘১৪ লক্ষ কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এই ভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ দেখা দেবে।’’ আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
• ‘‘কালো টাকা আরও কালো হয়েছে, সাধারণ মানুষের হাত থেকে সাদা টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।’’ বললেন মমতা।
• ‘‘আমি যেমন একটা দল করি, তেমন একটা সরকারও চালাই। প্রতি মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা হয়। আমরা বুঝতে পারছি সমস্যাটা কোথায় হচ্ছে।’’ কালো টাকা ইস্যুতে প্রধানমন্ত্রীকে ফের আক্রমণে বাংলার মুখ্যমন্ত্রী।-আনন্দবাজার
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস