আন্তর্জাতিক ডেস্ক : স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নভেম্বরেই সেনাপ্রধানের পদ থেকে সরছেন রাহিল শরিফ। সোমবার তাই বিদায়ী সফরে বেরোলেন। ২৯ নভেম্বর এই পদে মেয়াদ শেষ হয়ে কথা ছিল রাহিলের।
কিন্তু পাকিস্তানের প্রশাসকদের একটা বড় অংশের আশঙ্কা ছিল, পারভেজ মোশারফের মতো নওয়াজকে হঠিয়ে দেশের শাসনভার হাতে নেবেন রাহিল। পাকিস্তানে তুমুল জনপ্রিয়তাও রয়েছে রাহিল শরিফের। এই বিষয়টিই নওয়াজ ঘনিষ্ঠদের আশঙ্কা আরও বাড়িয়েছিল।
তবে সেসব জল্পনায় জল ঢেলে পাক সেনার মুখপাত্র আসিম বাজওয়া জানালেন, সোমবার লাহোর থেকে নিজের বিদায়ী সফর শুরু করেছেন রাহিল। তার জায়গায় এই পদে কে বসবেন, তা এখনও জানাননি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণত এই পদের জন্য ৩ থেকে ৪ জনের নাম সুপারিশ করে। তার মধ্যে থেকে এক জনের নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। এই পদে বসার জন্য লেফটেনান্ট জেনারেল জাভেদ ইকবাল রামদে, লেফটেনান্ট জেনারেল জুবের হায়াৎ, লেফটেনান্ট জেনারেল ইশফাক নাদিম আহমেদ, লেফটেনান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার নাম উঠে এসেছে। আজকাল
২১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি