আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা দিচ্ছেন সেখানে তাদের ওপর চলমান নির্যাতনের লোমহর্ষক বর্ননা। তাদের কথায় ওঠে আসছে হত্যা- লুণ্ঠন থেকে শুরু করে নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের বর্ননা।
পালিয়ে আসা নুরজাহান নামের এক বৃদ্ধ নারী বলেন, আমার চোখের সামনে ৬ জনকে হত্যার করা হয়েছে। এর পর হত্যাকারীরা চলে যায়। এ সময় বার্মিজ নারী ও কয়েকজন হত্যাকারী আমার দিকে তেড়ে আসলে আমি দৌড়াতে থাকি প্রাণ ভয়ে। এ সময় আমার একটা হাত একটা পা ভেঙ্গে যায়। পরে কৌশলে মিয়ানমার থেকে পালিয়ে এসেছি।
আরেক নারী খুরশিদা জানান, বর্তমানে বার্মার আরাকানের নাফপুরা, শিয়ারি পাড়া, নায়ার বিল, বলি বাজার সহ আশ পাশের সব এলাকায় নির্বিচারে নারীদের র্নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের পর আবার হত্যা ও করা হচ্ছে। মানুষ বাড়ী থেকে বের হলে মগ জনগোষ্ঠির ছেলেরা তাদের হত্যা করছে।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা কাদের, জব্বার জানান, সেখানে তাদের সব কিছু কেড়ে নিয়ার পাশাপাশি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। সেখানে পুলিশ গুলি করছে।-চ্যালেন আইএমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস