মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৮:৫০:২৫

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক নিউজিল্যান্ডে ফের আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

মাত্র এক সপ্তাহ আগেই নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত হন।

মঙ্গলবারের ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এইএসজিএস জানিয়েছে, রাজধানী ওয়েলিংটন থেকে ২শ কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

১৪ নভেম্বরের ভূমিকম্পের পর থেকে হাজারো পরাঘাত আঘাত হেনেছে। ভৌগলিকভাবে নিউজিল্যান্ড ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ৫ বছর আগে ভূমিকম্পে সেখানে ১৮৫ জন নিহত হন।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে