আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। দেশটির ফুকুশিমা অঞ্চলে ১০ ফুট উচ্চতার সুনামি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সেদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে ৭.৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপিত্তস্থল ছিল ফুকুশিমা উপকূলের ১০ কিলোমিটার গভীরে।
এদিকে সুনামি সতর্কতা জারির পর ফুকুশিমা উপকূল থেকে সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জাপানি গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানায়, এ ঘটনার পর ফুকুশিমার ওনাহামা বন্দরে দুই ফুট উচ্চতার সুনামির সৃষ্টি হয়েছে।
রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত ফুকুশিমায় ২০১১ সালের ভূমিকম্পে অনেক পরমাণুস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। জাপানের ইতিহাসে ৯ মাত্রার ওই ভূমিকম্পে ফুকুশিমার অধিকাংশ পরমাণুস্থাপনা বন্ধ ঘোষণা করা হয়।
জাপান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পবলয় এলাকায় অবস্থিত। ৬ অথবা তার বেশি মাত্রার ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে হয়ে থাকে।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম