মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৯:৫৪:১৫

ন্যাটোকে কড়া হুমকি দিল মস্কো

ন্যাটোকে কড়া হুমকি দিল মস্কো

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোর সম্প্রসারণ ঘটানো হলে তার দেশ পাল্টাব্যবস্থা নেবে। রুশ বার্তা সংস্থা আরআইএ সোমবার এ কথা জানিয়েছে।

রাশিয়ান টিভির সাথে এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘আমরা কেন ন্যাটোর সম্প্রসারণের ব্যাপারে এতটা আবেগ প্রকাশ করছি? কারণ ন্যাটোর সিদ্ধান্তের সাথে আমরা সংশ্লিষ্ট রয়েছি।’ পুতিনের সাক্ষাৎকারটি রাশিয়ার সময় অনুসারে গতকাল রাতেই প্রচারিত হওয়ার কথা।

কালিনিনগ্রাদে ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়া রুশ ছিটমহল কালিনিনগ্রাদে এস-৪০০ ও ইস্কান্দার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করবে। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধানের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর জানায়।

ভিক্টর ওজিরভের বরাত দিয়ে বলা হয়, ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র ঢালের পাল্টাব্যবস্থা হিসেবে রাশিয়া তার পশ্চিম সীমান্তে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে।

রুশ হাইপারসনিক রকেট মাত্র ১২ মিনিটেই আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে রাশিয়ার নতুন নির্মিত হাইপারসনিক পেণাস্ত্র। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এ পেণাস্ত্রে ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন সম্প্রতি পরীা করা হয়েছে।

অবজেক্ট ৪২০১ নামের রকেটকে রাশিয়ার ইসনি উৎপেণ ঘাঁটি থেকে ছোড়া হয় এবং হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এটি রুশ দূরবর্তী উপদ্বীপ কামচাটকার পূর্বনির্ধারিত ল্যবস্তুতে আঘাত হানে। ক্রেমলিনের কর্মকর্তারা একে সফল পরীা হিসেবে অভিহিত করেছেন।

সেকেন্ডে সাত কিলোমিটার বা ৪.৩ মাইল গতির এ পেণাস্ত্রকে রাডার শনাক্ত করতে পারবে না। এ ছাড়া ছোড়ার মাত্র ১৩ মিনিটের মাথায় তা ব্রিটেনে আঘাত হানতে পারবে।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে