নিউজ সেবউঁচু মাত্রার দৃশ্যশক্তিসম্পন্ন (হাই ডেফিনিশন) স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পাঁচটি গ্রামের ১২০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।
শুধু ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে রোহিঙ্গাদের ৮২০টি বাড়ি ধ্বংস করা হয়। প্রায় দেড় মাসের সেনা অভিযানে সব মিলিয়ে ১২৫০টির বেশি বাড়ি ধ্বংস করা হয়েছে।
রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, মহিলা ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হচ্ছে।
মানবাধিকারকর্মীদের মতে রাখাইন রাজ্যে নিহতের সংখ্যা শতাধিক। তবে দেশটির সেনা তা অস্বীকার করছে।
গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যে মিয়ানমারের সীমান্তচৌকিতে একটি হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
স্থলবাহিনীকে সহায়তা দেওয়ার সময় হেলিকপ্টার গানশিপ ব্যবহারের কথা স্বীকার করেছে মিয়ানমার সরকার।
এইচআরডাব্লিউয়ের এশিয়াবিষয়ক পরিচারক ব্র্যাড অ্যাডমস বলেন, এসব ভয়ংকর স্যাটেলাইট ছবিগুলো নিশ্চিত করে যে রোহিঙ্গাদের গ্রামগুলোতে চালানো ধ্বংসযজ্ঞ ধারণার চেয়ে অনেক বেশি এবং সরকার যা বলছে, তার চেয়ে অনেক বেশি স্থানে এ সহিংসতা সংঘটিত হয়েছে।
সু চির মুসলিমবিদ্বেষী মনোভাব এ ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন অনেকেই। বিবিসির মিশাল হোসেনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অং সান সু চি। সাক্ষাৎকারে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে মিয়ানমারের আচরণ নিয়ে অনেক অপ্রিয় ও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সু চিকে। পরে সু চি বলেছিলেন, সে (মিশাল হোসেন) যে একজন মুসলিম, কেউ তো আগে আমাকে জানায়নি।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম