আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের ভূখণ্ড থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করতে চেষ্টা চালাচ্ছে মিয়ানমার। সেই সঙ্গে দেশটির সেনাবাহিনী তাদের অত্যাচার করে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তা জন ম্যাককিসিকের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সে দেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে।
ম্যাককিসিক বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে। নারীদের ধর্ষণ করছে, শিশুদের জবাই করছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। আর এর উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করা। সেই সঙ্গে বাংলাদেশে তাদের পালিয়ে আসতে বাধ্য করা।
এ বিষয়ে মিয়ানমার বলছে, রোহিঙ্গারা নিজেদের ঘরে অগ্নিসংযোগ করছে। তবে তাদের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। কারণ ওই এলাকায় সাংবাদিক ও আন্তর্জাতিক ত্রাণকর্মীদের যেতে দেয়া হচ্ছে না।
এদিকে মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জাও হেতিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, জাতিসংঘের অফিসার হিসেবে ম্যাককিসিকের নৈতিকতা বজায় রাখতে হবে। কারণ তার মন্তব্য শুধু অভিযোগ। যার কোন ভিত্তি নেই।
রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করতে চায় মিয়ানমারবর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, এখন বাংলাদেশ সরকারের জন্য সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেয়া খুবই বিপজ্জনক। এতে করে মিয়ানমারের সরকারের নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাবে। জাতিগতভাবে রোহিঙ্গাদের নিধন না করা পর্যন্ত মিয়ানমার তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠাবে।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্কটের কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামায় বৃহস্পতিবার নিজেদের উদ্বেগের কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সেই সঙ্গে এ বিষয়ে শান্তিপূর্ণ সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।
এর আগে বুধবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারে রাষ্ট্রদূত মিউ মিন্টকে ডেকে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, ইতিমধ্যে বাংলাদেশ পাঁচ লাখের বেশি শরণার্থীর ভার বহন করে আসছে। এর মধ্যে রোহিঙ্গা ইস্যু দেশটিকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। তাই এর শান্তিপূর্ণ একটি সমাধান চায় ঢাকা।
২৪ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস