আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন ধরে প্রবল বর্ষণে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায় প্রবল ভূমিধসে পাহাড়ি শহর সান্টা ক্যাটারিনা পিনুলা শহরটিতে প্রলয় কাণ্ড। মাটি চাপা পড়ে, গহ্বরে তলিয়ে এ পর্যন্ত নিহত ২৫৩ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৩৭৪ জন। গোটা শহর ধ্বংস হয়ে গেছে।
কয়েক হাজার বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে মাটি–পাথর চাপা পড়ে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ খুঁজছে। ৪০টি পরিবারের সদস্যরা আটকে রয়েছেন ওই বিধ্বস্ত শহরে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ–পূর্বে ওই পাহাড়ি শহরটিতে ১ অক্টোবর থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি