আন্তর্জাতিক ডেস্ক : 'পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কি ভারতের বাপের সম্পত্তি?' পাকিস্তান নয়, এই ভাষা শোনা গেল ভারতেরই এক সাবেক মুখ্যমন্ত্রীর গলায়। জম্মু-কাশ্মীরের চেনাব উপত্যকার একটি অনু্ষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন ভারতের কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিষয়ে সংসদে একটি স্ট্যান্ডিং রেসোলিউশন নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। সে বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন ফারুক আবদুল্লা। অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন তার ছেলে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। ফারুক বলেন, 'পাক অধিকৃত কাশ্মীর বর্তমানে পাকিস্তানের অধীনে রয়েছে। এটা ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয় যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারত নিজের বাপের সম্পত্তি বলে দাবি করবে।'
জম্মু-কাশ্মীরের মানুষের ওপর ভারত সরকার যে অত্যাচার চালাচ্ছে তা বন্ধ করে অবিলম্বে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা প্রয়োজন বলেও জানিয়েছেন ফারুক আবদুল্লা। ভারত ও পাকিস্তানের টানাটানির মধ্যে পড়ে কাশ্মীরের নিরপরাধ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি