আন্তর্জাতিক ডেস্ক: যুবি ও শবনমের সঙ্গে মিনিট সাতেক কথাবার্তা হয় মোদীর। এই সাত মিনিটে তাঁদের মধ্যে কী কথাবার্তা হল? কথাবার্তায় বেরিয়ে আসে অনেক অজানা তথ্য। ডিসেম্বরের সাত তারিখ যুবরাজ সিংহের বিয়ের রিসেপশনে হাজির হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনে গিয়ে মোদীকে আমন্ত্রণও জানিয়ে এসেছেন যুবরাজ সিংহ ও মা শবনম।
এই সাত মিনিটে তাঁদের মধ্যে কী কথাবার্তা হল? যুবরাজের মা শবনম ফাঁস করেছেন সেই কথা। ইতিমধ্যেই মোদীর সঙ্গে যুবরাজের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বিয়ের যে কার্ডটি যুবরাজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন, সেই কার্ডে মোদীর নামের বানান ঠিক নেই। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তা-ও এখন জেনে ফেলেছে গোটা দেশ। যুবির সঙ্গে মোদীর কথাবার্তা জানা নেই গোটা দেশের। যুবির মা শবনম বলছেন, ‘৭ ডিসেম্বর মোদীজিকে রিসেপশনে আমন্ত্রণ জানানো হয়েছে। শুকনো ফল, চকোলেটের বাক্স নিয়ে গিয়েছিলাম আমরা।’
প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তায় উচ্ছ্বসিত শবনম। কথাবার্তার মধ্যেই মোদী জানান, একসময়ে তিনি পঞ্চকুলায় থাকতেন। শবনমের পড়শি ছিলেন মোদী। এক নয়, দুই নয়, পাঁচ-পাঁচটা বছর তিনি ছিলেন সেখানে। যুবরাজকে দেখে খুব খুশি হন মোদী। যুবির শরীর-স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী। যুবি যখন অসুস্থ ছিলেন, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় মোদী বার্তা পাঠাতেন বলে জানিয়েছেন।
২০১১ বিশ্বকাপ চলাকালীন মোদীর সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল যুবির। ম্যাচের সেরার পুরস্কারটাও মোদী তুলে দিয়েছিলেন যুবরাজের হাতে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল সেটা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করে ফেলে ভারত। সেই ম্যাচে যুবরাজ সিংহ ম্যাচের সেরা হয়েছিলেন। ম্যাচ-সেরার সম্মান যুবির হাতে তুলে দিয়েছিলেন মোদী। কথাবার্তায় সেই কথা গোপন থাকেনি।-এবেলা
২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ