আন্তর্জাতিক ডেস্ক: কোনও জঙ্গি হামলা বা মাওবাদী দমন অভিযানে নয়, দেশের জওয়ানরা কঠিন অসুখ ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন৷ গত দু’বছরের সরকারি হিসাব অন্তত সেটাই জানাচ্ছে৷ সরকারি তথ্য মোতাবেক, ২০১৫-র জানুয়ারি থেকে ২০১৬-র সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৭৪ জন বিএসএফ জওয়ান মারা গিয়েছেন৷
এর মধ্যে মাত্র ২৫ জন ‘ব্যাটেল ক্যাসুয়ালটি’ বা রণক্ষেত্রে প্রাণ হারিয়েছেন৷ ৩১৬ জন মারা গিয়েছেন বিভিন্ন রোগে, ১১৭ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে৷প্যারা-মিলিটারি বা আধাসেনার মধ্যে এইচআইভি/এইডস সংক্রমণ ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ভাবাচ্ছে কেন্দ্রীয় সরকারকে৷ সেনার এক পদস্থ কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “মৃত ৭৭৪ জন সেনার মধ্যে মাত্র ২৫ জন যুদ্ধে প্রাণ হারিয়েছেন৷
বাকিরা হয় রোগে আক্রান্ত হয়ে নয়তো পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন৷ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও গাড়ি চালানোর সময় আরও সতর্ক থাকতে আমরা একগুচ্ছ পরিকল্পনা নিয়েছি৷” গতবছর প্রাক্তন বিএসএফ ডিরেক্টর ডি কে পাঠক পিটিআইকে জানিয়েছিলেন, প্রায় ২.৫ লক্ষ বিএসএফ সেনা-জওয়ানদের মধ্যে এক বিপজ্জনক প্রবণতা নজরে এসেছে৷ সীমান্ত বা রণক্ষেত্রে মৃত্যুর চেয়ে অন্তত চারগুণ জওয়ান অফ-ডিউটিতে থাকাকালীন বাইক দুর্ঘটনায় প্রাণ হারান৷-সংবাদ প্রতিদিন
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে