আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের দাবানল ষষ্ঠ দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এলাকায় ছড়িয়ে পড়েছে।
দাবানলে সেখানকার আবাসিক এলাকা এবং বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।
দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সব ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তায় আশ্বাস দিয়েছেন।
রবিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত কয়েক শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১০ হাজারেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বন রক্ষা করার প্রচেষ্টায় অতিরিক্ত কর্মী যোগদান করেছে বলে কর্মকর্তারা জানান।
প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরাইলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য রাশিয়া, তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন ও কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। সূত্র: জেরুজালেম পোস্ট।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম