আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম রোহিঙ্গাদের ৮২০টি ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বলে মিয়ানমারে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও ছবিতে রাখাইন অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে।
এ অঙ্গরাজ্যে নির্যাতিত মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বসবাস। মানবাধিকার সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, এইচআরসির সর্বশেষ ছবিতে ইঙ্গিত পাওয়া গেছে যে, ১০ থেকে ১৮ই নভেম্বরের মধ্যে পাঁচটি গ্রামে প্রায় ৮২০টি ঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
এই অঙ্গরাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের ঘটনায় অবিলম্বে জাতিসংঘের তদন্ত দাবি করেছে এইচআরসি। ৯ই অক্টোবর জঙ্গিরা পুলিশ সীমান্ত চৌকিতে আক্রমণ করার পর এ সহিংসতার শুরু।
এরপর সামরিক অভিযানে শ’ শ’ মানুষ নিহত হয়। বাছবিচারহীনভাবে আটক হয় বহু মানুষ। হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অনেক নারী দাবি করছেন যে, তাদেরকে সৈন্যরা পাশ্বিক নির্যাতন করেছে।
২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস