আন্তর্জাতিক ডেস্ক : কালো টাকার উপরে মোদির সার্জিক্যাল স্ট্রাইকে শুধু কালো টাকার কারবারীরাই বেসামাল নয়, এমন অনেকেই রয়েছেন যারাও সমস্যায় পড়েছেন। আর তারা সমস্যায় পড়েছেন বলেই আজ গোটা দেশ সুফল ভোগ করছে। এমনকি, সীমান্তেও কোনও সমস্যা নেই। জঙ্গিদের টাকার সমস্যা মারাত্মক আকার নিয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। তার মতে, একটা সিদ্ধান্ত এত দিক থেকে আমাদের এগিয়ে দিচ্ছে, যার সবটা আমরা বুঝতেও পারছি না।
মনোহর পারিক্কর বলেন, সীমান্তে যারা জঙ্গিদের টাকা দিত, তাদের হাত আজ শূন্য। এমনকি ছোট খাটো অপরাধের জন্য যে টাকা দিতে হত, সেটাও হত ক্যাশ টাকায়, সেই টাকা দেওয়া যাচ্ছে না। ফলে মোদির সিদ্ধান্তে হঠাত করেই অপরাধ অনেকটা কমে গিয়েছে। একদিকে সেনাবাহিনী যেমন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রীও সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন। তিনিও নতুন এক যুদ্ধের ডাক দিয়েছেন। সারা দেশ তাতে সাড়া দিয়েছে। দেশের সাধারণ মানুষের কোনও অভিযোগ নেই।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি