আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনা ফাঁসের কথা জানিয়েছে দেশটির গণমাধ্যম। সেদেশের গোয়েন্দাদের বাদি, এই হত্যা পরিকল্পনার সাথে জড়িত আল-কায়েদার তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার তামিল নাড়ুর মাদুরাই থেকে তাদের গ্রেফতার করা হয়। একটি খানাতল্লাশি চালানোর সময়ে ধরা পড়ে তারা।
ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনএসআই) তাদের গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
এই তিনজনকে গ্রেফতার পর তাদের কাছ থেকে পাওয়া একটি পেনড্রাইভ থেকে মোদিসহ ২২ জনকে হত্যার পরিকল্পনার কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। এদের মধ্যে প্রথমে রয়েছেন নরেন্দ্র মোদি।
গ্রেফতার হওয়া তিন ব্যক্তির নাম এম খরিম, আসিফ সুলতান মোহাম্মদ আব্বাস আলি। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিরাট বিস্ফোরণ ঘটানোর উপযোগী বিস্ফোরকও। খরিমকে উসমান নগর থেকে গ্রেফতার করা হয়। আসিফ এবং আব্বাস আলি যথাক্রমে জি আর নগর ও ইসমাইলপুরম থেকে গ্রেফতার হয়।
জানা গেছে, উত্তর তামিলনাড়ুতে আল-কায়দার কাজকর্ম পরিচালনা করতো এই তিন জন। ভারতে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একাধিক নাশকতার ঘটনায় তাদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। হাকিম এবং দাউদ সুলেমান নামের আরও দুই সন্দেহভাজন পলাতক।
এনআইএ কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে আটকদের কাছ থেকে। কেন তারা এত জন নেতাকে হত্যা করতে চায়, কেনই বা সেই হিট লিস্টে রয়েছে নরেন্দ্র মোদির নাম, হিট লিস্টে থাকা বাকি রাষ্ট্রনেতাদের মধ্যে কারা কারা রয়েছেন— এই প্রশ্নগুলোই আপাতত ভাবাচ্ছে ভারতের এনআইএ গোয়েন্দাদের। -এবেলাে,এনডিটিভি।
২৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস