আন্তর্জাতিক ডেস্ক: নোট বাতির এর পর থেকে বিরোধীরা বার বার অভিযোগ করছেন, নোটবাতিলের সিদ্ধান্ত আগে থেকেই জানতেন বিজেপি-র অনেক নেতা-নেত্রীরা। কংগ্রেস এর অভিযোগ, বিজেপি নিজেদের টাকা ব্যাঙ্কে জমা দিয়ে দেওয়ার পরেই নোট বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি-র পক্ষ থেকেও বিভিন্ন ব্যাঙ্কে মোটা টাকা জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধীরা। বিরোধীদের এই আক্রমণকে ভোঁতা করে দিতেই এবারে নিজের দলের সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন নরেন্দ্র মোদী।
একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, নভেম্বর মাসের আট তারিখের পরে থেকে নিজেদের সমস্ত ব্যাংকিং লেনদেনের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জানা গিয়েছে, বিজেপি-র সংসদীয় দলের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, গত ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে লেনদেনর যাবতীয় তথ্য দলের সভাপতি অমিত শাহের কাছে জমা দিতে হবে বিজেপি-র সংসদ এবং বিধায়কদের।নোট বাতিলের পক্ষে নন বিজেপির অনেক নেতা-মন্ত্রীও এমন গুঞ্জন ও শোনা যাচ্ছে বিভিন্ন গনমাধ্যম থেকে।
কিন্তু প্রকাশ্যে তাঁরা সেই ক্ষোভ প্রকাশ করতে পারছেন না। আর এসব ক্ষোভ, বিক্ষোভকে পাত্তা দিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।-এবেলা
২৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে