আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শিলিগুড়ির সুকনায় সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৩ ভারতীয় সেনা কর্মকর্তার। এর মধ্যে একজন সেনা অফিসার ও দু'জন পাইলট। বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ টহল দিতে বেরিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। খবর ইন্ডিয়া টাইমসের।
মৃত সেনা অফিসারদের নাম, মেজর সন্দীপ লাথার, মেজর অরবিন্দ বাজালা, লেফটেন্যান্ট কর্নেল রজনীশ কুমার। গুরুতর আহত অবস্থায় চিকিত্সাধীন একজন জুনিয়র অফিসার।
সুকনা থেকে হেলিকপ্টার নিয়ে রুটিন টহলে বেরিয়েছিলেন সেনা অফিসাররা। সুকনা সেনাঘাঁটিতে ল্যান্ড করার সময়ই হেলিপ্যাডের কাছাকাছিই ভেঙে পড়ে চিতা হেলিকপ্টারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন সেনার। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা।
৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি