আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাথার তার কেটে গেছে বলে আজ কটাক্ষ করলেন রাজ্যেটি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কর্মীদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করার দাবিতে আজ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে উলুবেড়িয়া থানা ঘেরাও করে বিজেপি।
সেখানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে দীলিপ ঘোষ বলেন, “উনি পাগল হয়ে গেছেন, তাই আট তারিখ থেকে বাড়ি ফেরেননি। নবান্নে পড়ে আছেন। ওনার মাথা খারাপ হয়ে গেছে। একদম তার কেটে গেছে।”
তিনি আরও বলেন, “কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছিলেন, অনেক নাচোন-কোঁদন করেছেন, একবার হাঁড়ি নিয়ে, একবার চপ্পল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওখানে আমাদের সরকার আছে যদি আমরা চাইতাম তাহলে চুলের মুঠি ধরে বের করে দিতে পারতাম না। পুলিশ ও লাগবে না আমাদের যে মহিলারা ওখানে আছেন, তাঁদের বললে পাঁজা করে দিল্লি থেকে বের করে দিত।”
বিজেপি কর্মীদের উপর ৩০ তারিখ যেভাবে তৃণমূল আক্রমণ চালিয়েছে তার তীব্র নিন্দা করে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেন। বলেন, “আরও কিছুদিন সময় দেওয়া হল, পুলিশ তৃণমূলের দুষ্কৃতীদের ধরলে ভালো। না হলে আমাদের কর্মীরা জানেন কীভাবে তারা এর মোকাবিলা করবেন।"
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি