আন্তর্জাজিক ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে চরম অশান্তি আরি রয়েছে। কখনও সীমান্তের কাছে পাকিস্তান চালাচ্ছে যুদ্ধ মহড়া। কখনও আবার কভার ফায়ার করে জঙ্গি ঢোকাচ্ছে পাক আর্মি। এই পরিস্থিতিতে পাকিস্তানের দাবি, একইসঙ্গে ১০ লক্ষ সেনা কাশ্মীরে মোতায়েন করেছে ভারত।
বিশ্বের আর কোথাও, কখনও একইসঙ্গে এত সেনা মোতায়েন করার নজির নেই। বুধবার এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, এত সেনা একসঙ্গে মোতায়েন রাষ্ট্রসংঘের গৃহীত প্রস্তাবের পরিপন্থী। পাশাপাশি, গত চার মাসে ভারত প্রচুর কাশ্মীরিকে হত্যা করেছে বলেও অভিযোগ জানান তিনি ভারতের ‘মানবাধিকার লঙ্ঘন’ করেছে বলেও উল্লেখ করেন। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা রক্তপাত ঘটাচ্ছে, এমন অভিযোগ তুলে ওই মুখপাত্র বলেন, পাকিস্তান নাকি শান্তিপূর্ণভাবে ভারতের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলতে চায়।-কলকাতা২৪
০৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস