শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৭:৪৩

পাকিস্তানকে ৯০০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়

পাকিস্তানকে ৯০০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে নগদ ও অন্যান্য সহায়তা মিলিয়ে ৯০০ মিলিয়ন (৯০ কোটি) মার্কিন ডলার দিচ্ছে আমেরিকা। এ ব্যাপারে ২০১৭ অর্থবর্ষের জন্য মার্কিন জনপ্রতিনিধি সভায় অনুমোদিত হয়েছে ইউএস ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট নামে একটি বিল।

তাতে  মোট ১১০ কোটি ডলার পর্যন্ত দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে পাকিস্তানের জন্য বরাদ্দ হয়েছে ৯০ কোটি ডলার।

তবে বিলে বলা হয়েছে, এই অর্থের একটা অংশ দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে। কুখ্যাত হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান চোখে পড়ার মতো ব্যবস্থা নিচ্ছে, এই মর্মে সার্টিফিকেট দিতে হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রককে। তবেই ওই অর্থ মিলবে।  পাক সংবাদপত্র ডন-এর খবর, ৪৫ কোটি ডলার পাওয়ার ক্ষেত্রে ওই সার্টিফিকেট লাগবে।

প্রসঙ্গত, চলতি বছরেই ৩০ কোটি মার্কিন ডলার পাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার পাকিস্তানের অনুকূলে রিপোর্ট না দেওয়ায় রিলিজ করা হয়নি ওই অর্থ।

বিলে এও বলা হয়েছে,  আর্থিক ও নিরাপত্তা, উভয় ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা ও পাকিস্তান এগিয়ে চলেছে, যাতে দুটি দেশের স্বার্থ এক। পরস্পরের কাছে ইতিবাচক,  ফলদায়ী সম্পর্কের ভিত্তি হতে পারে সেগুলি।

এর আগে এক রিপোর্টে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন আমেরিকা, পাকিস্তানের মধ্যে লাগাতার বোঝাপড়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সরাসরি পুষ্ট করে, এমন কার্যকলাপের ক্ষেত্রে পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে  বিলটি। এবিপি
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে