আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশে সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলের এক জওয়ান নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। ভারত-মায়ানমার সীমান্তে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল চিরঞ্জিৎ কর্নর বলেন, রাজ্যের লনডিং জেলার ওয়াক্কা এলাকায় আসাম রাইফেল বাহিনীর ১৬ সদস্যের একটি দলের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৯ জন আহত হন।
নিহতের নাম এবং এ হামলায় কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।
তবে চিরঞ্জিৎ জানান, এ ঘটনার পর ওই এলাকায় চিরুনী অভিযান চালানো হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস