রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:০১:২৮

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা ব্যানার্জী : রামদেব

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা ব্যানার্জী : রামদেব

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা শাসকদল বিজেপির ঘনিষ্ঠ বলেই পরিচিত যোগগুরু বাবা রামদেব। কিন্তু এবার তার গলায় অন্য সুর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রামদেব জানালেন প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন মমতা ব্যানার্জী।

সাংবাদিকদের সামনে বাবা রামদেব বলেন, 'রাজনীতিতে মমতা ব্যানার্জীর দক্ষতা ও ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। যদি চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে মমতাজিও প্রধানমন্ত্রী হতে পারেন।'

বাবা রামদেব বলেন, 'রাজনীতিতে মমতাজি বলেন সততা ও সারল জীবনযাত্রার প্রতীক। আমি ওর সাধারণ থাকার মনোভাবকে খুব পছন্দ করি। উনি হাওয়াই চপ্পল পরেন, সাধারণ শাড়ি পরেন। আমি বিশ্বাস করি ওর কাছে কালো টাকা নেই।'

এরপর আরও বলেন রামদেব। তিনি বলেন, 'একবার বাংলা সফরে গিয়েছিলাম আমি। তখন বামেরা ক্ষমতায় ছিল। আমি তখন বলেছিলাম বামেদের সরে যাওয়া উচিত্‍ আর ক্ষমতায় মমতার আসা উচিত্‍। আর ঠিক সেটাই হয়েছিল।'

নোটবাতিল নিয়ে মমতা কেন্দ্র সরকারের কড়া বিরোধিকা সত্ত্বেও বিজেপি ঘনিষ্ঠ রামদেবের মুখে মমতা বন্দনা অনেকেই ঠিক হজম করতে পারেছেন না। তৃণমূল কর্মীদের একাংশ এর মধ্যে অন্য রাজনীতি দেখতে পাচ্ছেন।

৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে