আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। নরেন্দ্র মোদী বরাবরই অন্যরকম হতে পছন্দ করেন। সংসদে প্রবেশের আগে হাঁটু মুড়ে প্রণাম থেকে লালকেল্লায় লাল-পাগড়ি পরে ভাষণ—সবেতেই নিজেকে আলোর বৃত্তে রাখতে ভালবাসেন। এবারেও সেই অন্যরকম নজির গড়লেন।
রবিবার অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া’-র সম্মেলনে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। তার আগে শনিবার, মোদী যান স্বর্ণমন্দিরে। সেখানে ২৪ ঘণ্টা চালু থাকা লঙ্গরখানায় ভক্তদের মধ্যে খাবার পরিবেশন করলেন তিনি।
এই প্রথমবার প্রধানমন্ত্রী স্বর্ণমন্দিরে যান। তাঁর সঙ্গে ছিলেন আফগান প্রেসিডেন্ট, আসরফ ঘনি। স্বর্ণমন্দিরের মুখপাত্র গুরুবচন সিংহ জানিয়েছেন, ‘মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বর্ণমন্দিরে ভক্তদের প্রসাদ বিলি করলেন।’
তিনি আরও জানিয়েছেন, অতীতে সব প্রধানমন্ত্রীই শিখ ধর্মের এই পীঠস্থানে এসেছেন কিন্তু কেউ লঙ্গরখানায় গিয়ে পরিবেশনে অংশ নেননি।
উল্লেখ্য, স্বর্ণমন্দিরের এই লঙ্গরখানায় ২৪ ঘণ্টা খাবার পরিবেশন করা হয়। বিশেষ বিশেষ দিনে লক্ষাধিক মানুষ এখানে প্রসাদ খান। শনিবার প্রধানমন্ত্রী সেখানে গেলেও খাবার পরিবেশনের কোনও কর্মসূচি ছিল না। অচমকাই তিনি পরিবেশ শুরু করে দেন।-এবেলা
০৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস