রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ১১:০৭:৫৯

ট্রাম্পের ফোন পেয়েই ওয়াশিংটন যাচ্ছেন নওয়াজ শরিফ

ট্রাম্পের ফোন পেয়েই ওয়াশিংটন যাচ্ছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পূর্বসূরি ক্ষমতায় থাকাকালীন একবারও পাক সফরে যাননি। উত্তরসূরি কিন্তু সখ্য বজায় রাখছেন শুরু থেকেই। যার নির্যাস, মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিন কয়েক আগেই টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয় ট্রাম্প-শরিফের। শরিফকে সাদর আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প। ঘনিষ্ঠমহলে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা প্রকাশও করেছেন পাক প্রধানমন্ত্রী।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন একবারের জন্যও পাক সফরে যাননি। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তার একাধিক বার বৈঠক হয়েছে নানা ইস্যুতে। তবে ডোনাল্ড ট্রাম্প সফরসূচিতে যে ইসলামাবাদ রয়েছে, তা বোঝা গিয়েছে ট্রাম্পের বক্তব্যেই। পাকিস্তানের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের গলায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব তারিক ফতেমি রবিবারই চলে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে। ফতেমি ১০ দিন ওয়াশিংটনে থাকবেন।

সূত্রের খবর, পাক-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে নানা আলোচনা করবেন। ভারত ও আফগানিস্তানের প্রতি নীতি এবং সন্ত্রাস রোখার বিষয়ে পাকিস্তান কী ধরনের ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়েও কথা হবে দু'দেশের।
৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে