সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:২৩:২৩

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। এর মধ্য দিয়ে তার আট বছরের শাসনের অবসান হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

সোমবার ওয়েলিংটনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রায় এক দশক ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করা বেশ দীর্ঘ একটা সময়।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন জন কি। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নিউজিল্যান্ড হেরাল্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ব্রোনাগের অনুরোধে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির জনপ্রিয় এ রাজনীতিক।

২০০৬ সালে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন দল ন্যাশনাল পার্টির নেতা নির্বাচিত হন জন কি। দুই বছরের মাথায় ২০০৮ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে জয়ের পর ন্যাশনাল পার্টির সরকারে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন জন কি। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রিত্ব ত্যাগকে নিজের নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন জন কি।

নিজের সম্ভাব্য উত্তরসূরি নির্বাচনে বর্তমান উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশকে সমর্থন দেওয়ার কথা জানান জন কি। নিজ থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিল ইংলিশের নাম সুপারিশ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র: বিবিসি, সিএনএন।
০৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে