আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ভালো নেই। চিকিত্সকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাকে আবারও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এই খবর শুনেই তার এক অনুগামীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্টের পর তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে নিয়ে যাওয়া হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।
টিভি থেকেই নেত্রীর হার্ট অ্যাটাকের খবর জানতে পারেন গাঁধী নগর জেলার কাড্ডালোরের বাসিন্দা এআইএডিএমকে কর্মী নেলাগন্দন। শোনেন, জয়ললিতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। চিকিত্সকদের বিশেষ দল গঠিত হয়েছে। এই খবরে তিনি এতটাই ব্যথিত হন যে, সঙ্গে সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
ফুসফুসে সংক্রমণের কারণে গেল ২২ সেপ্টেম্বর থেকে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৬৮ বছর বয়সী জয়ললিতা। ওই সময় ডায়রিয়া ও জ্বরের কারণে ভর্তি হলেও পরে ফুসফুসের সংক্রমণজনিত কারণে এক দফা তাকে আইসিইউতে রাখা হয়।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কোয়েম্বাটোরে জয়া আম্মা আর নেই-এই গুজব শুনেই মৃত্যু হয় বছর ৪৭-এর এক এআইএডিএমকে কর্মীর।
০৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম