আন্তর্জাতিক ডেস্ক : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের প্রধান ইব্রাহিম আস-সামারাই ওরফে আবু বকর আল-বাগদাদির গাড়িবহরে বিমান হামলা চালানো হয়েছে।
ইরাকের সামরিক বাহিনী আজ রোববার এক বিবৃতিতে বলেছে, দেশটির বিমানবাহিনী বাগদাদির গাড়িবহরে আঘাত হেনেছে। তবে তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত নয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীও এক বিবৃতিতে বলেছে, বিমানবাহিনী সন্ত্রাসী আবু বকর আল-বাগদাদির বহরে বিরুদ্ধে বীরত্বপূর্ণ অপারেশন চালিয়েছে।
ইরাকের গণমাধ্যম বলেছে, বিমান হামলায় আহত হয়েছে বাগদাদি। তবে দ্রুত তাকে হামলার জায়গা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বাগদাদি আল-আনবার প্রদেশে আইএসআইএলের একটি বৈঠকে যোগ দেবে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকি বিমানবাহিনী হামলা চালায়।
যেখানে বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল সেখানেও বিমান থেকে বোমা হামলা চালানো হয়। এত আইএসআইএলের কয়েকজন সিনিয়র সদস্য নিহত হন। সূত্র : রেডিও তেহরান
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম