আন্তর্জাকিত ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু ঘিরে ছড়াল তীব্র ধোঁয়াশা৷ এদিন স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রচারিত হয় যে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আম্মা৷ যদিও হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে, লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে৷
গতকালই হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা৷ তাঁর অবস্থা ছিল সংকটজনক৷ সোমবার সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে হাসপাতাল চত্বরে৷ উদ্বেগ ছিল রাজ্য জুড়েই৷ দুপুরেও জানা যায়, তাঁর অবস্থা আরও সংকটজনক৷ এরপর থেকেই ছড়াতে থাকে গুজব৷
এদিকে দলীয় পতাকাও জয়ললিতার সম্মানে অর্ধনমিত রাখা হয়৷ এতেই গুজব আরও বাড়ে৷ স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়ে দেয়, চলে গিয়েছেন আম্মা৷ এরপরই হাসপাতাল চত্বরে জমায়েত হন রাজ্যবাসী৷ সারা দেশে প্রচারিত হয়ে যায় সেই খবর৷
যদিও অ্যাপোলোর তরফে চিকিৎসক সঙ্গীতা রেড্ডি এই খবর অস্বীকার করেছেন৷ জানা যাচ্ছে, এখনও লাইফ সাপোর্টেই রাখা হয়েছে আম্মাকে৷ বিশেষজ্ঞ চিকিৎসকের দল তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছে৷
এদিকে খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বনধের চেহারা নেয় গোটা রাজ্য৷ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়৷ রীতিমতো থমথমে পরিবেশ গোটা রাজ্য জুড়ে৷ সোশ্যাল মিডিয়াতেও জয়ললিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, এমনকী হ্যাশট্যাগও তৈরি হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ধোঁয়াশা দেখা দিয়েছে এই মুহূর্তে৷-সংবাদ প্রতিদিন
০৫ ডিসেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস