আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের জরিপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করেছেন। বিশ্বের অন্য সব বড় বড় নেতা, শিল্পী ও রাজনীতিবিদদেরকে পেছনে ফেলে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দা ইয়ার’-এর খেতাব জয় করে নেন মোদি।
নরেন্দ্র মোদি ১৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ সবাই ৭ শতাংশ করে ভোট পান। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২ শতাংশ এবং হিলারি ক্লিনটন ৪ শতাংশ ভোট অর্জন করেন।
ভারতের জনগণই তাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি থেকেও তিনি বহু সংখ্যক ভোট লাভ করেন।
বিখ্যাত টাইমস ম্যাগাজিন প্রতি বছর সংবাদজগতে বিশেষ গুরুত্ব পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচন করা হয়।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি