সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৯:৩২

উল্টে গেল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইএনএস বেটওয়া’

 উল্টে গেল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইএনএস বেটওয়া’

আন্তর্জাতিক ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ। ডক থেকে ছাড়ার সময়ে পুরোপুরি উল্টে গেল যুদ্ধজাহাজ ‘আইএনএস বেটওয়া’। জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ১৫ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র শ্রেণির এই গাইডেড মিসাইল ফ্রিগেটটির সংস্কারের কাজ চলছিল মুম্বইয়ের মাজগাঁও ডকে। ডক থেকে জলে ভাসার সময় হঠাত করেই উল্টে যায় যুদ্ধ জাহাজটি। এমনভাবে উল্টে যায় যে জাহাজের মাস্তুল ডকের মাটিতে ধাক্কা খায় বিশাল জোরে।

নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানান, প্রাথমিক অনুমান ডকের ব্লক মেকানিজমে ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে, জাহাজের কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন নৌসেনার শীর্ষ আধিকারিকরা। নৌসেনা সূত্রে খবর, প্রায় ৩৮৫০ টনের এই এই রণতরীটি দৈর্ঘ্যে ১২৬ মিটার, প্রস্থ ১৫ মিটার।  ২০০৪ সালে জাহাজটিকে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়। এর গতি সর্বোচ্চ ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল। এর ডেক থেকে উড়তে পারে সি-কিং এবং চেতক হেলিকপ্টার।-কলকাতা২৪
০৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে