আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্বু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের(জে কে এল এফ) প্রধান ইয়াসিন মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কাশ্মিরের শ্রীনগরের লাল চকে যৌথ প্রতিবাদ মিছিলের নেতৃত্বে দিচ্ছিলেন ইয়াসিন মালিক।
পুলিশের নিষেধাজ্ঞা না মেনে মিছিলটি জোর করে একটি মসজিদে ঢোকার চেষ্টা করায় প্রথমে আটকায় পুলিশ। পরে নিয়ম ভেঙে ভেতরে ঢোকার জন্যই গ্রেপ্তার করা হয় মালিককে। পাশাপাশি মিছিলে অংশগ্রহনকারী অন্যান্য বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীনগরের শহরে বেশ কিছু এলাকাসহ লাল চক এলাকায় নিরাপত্তার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছিল অনেকদিন আগেই।
শান্তি বজায় রাখতে সেই জন্যই এলাকায় পুলিশ ও আধা-সামরিক বাহিনী টহল দিচ্ছিল। এই ধারা ভেঙ্গে জেকেএল এফ প্রধান মিছিল নিয়ে আসেন। দীর্ঘ পাঁচ মাস ধরে ভুস্বর্গ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদিদের আন্দোলনের জন্য জনজীবন অচল হয়েছিল। এলাকায় যখন-তখন মিছিল করে শান্তি নষ্ট না হয় এর জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। আজকাল
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি