আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার ঘটনা তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানানোর আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাপী রোহিঙ্গা সংগঠনের নেতারা। মঙ্গলবার বিশ্বব্যাপী রোহিঙ্গাদের ১৪টি সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘রাখাইনের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আমরা প্রতিদিন নারী ও শিশুসহ রোহিঙ্গাদের নিহত হওয়ার খবর পাচ্ছি। আমাদের জনগণের গণহত্যা বন্ধ করার জন্য আমরা মালয়েশিয়ার সরকারকে নিম্নলিখিত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করছি।’
•২০১২ সালের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তসহ রাখাইন রাজ্যে পরিস্থিতি তদন্তে জাতিসংঘের অধীন কমিশন প্রতিষ্ঠার জন্য সমর্থন দান।
• মায়ানমারকে আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং রোহিঙ্গাদের সাহায্যের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার পাশাপাশি দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অবসানে অনুরোধ জানাতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি সভা ডাকার জন্য আহ্বান জানাচ্ছি।
• জাতিসংঘ তদন্ত কমিশনের জন্য ওআইসির সমর্থন আদায়ে অর্গানাইজেশনটির সদস্যদের সঙ্গে কাজ করা।
• বার্মা নিয়ে সবশের্ষ মানবাধিকার কাউন্সিলের রেজল্যুশন অন্তর্ভুক্ত করাসহ জাতিসংঘের তদন্ত কমিশন প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিকভাবে কাজ করা।
• রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে বিষয়টি নিয়ে অন্যান্য দেশের সঙ্গে কাজ করা।
নিম্ন স্বাক্ষরকারীরা হলেন:
১. বার্মিজ রোহিঙা অর্গানাইজেশন ইউকে
২. ব্র্যাডফোর্ড রোহিঙ্গা কমিউনিটি
৩. বার্মিজ রোহিঙা কমিউনিটি, ডেনমার্ক
৪. বার্মিজ রোহিঙা এসোশিয়েশন, জাপান
৫. বার্মিজ রোহিঙা কমিউনিটি, অস্ট্রেলিয়া
৬. জার্মানি রোহিঙ্গা কমিউনিটি
৭. সুইজারল্যান্ড রোহিঙ্গা কমিউনিটি
৮. রোহিঙ্গা অর্গানাইজেশন, নরওয়ে
৯. ফিনল্যান্ড রোহিঙ্গা কমিউনিটি
১০. রোহিঙ্গা কমিউনিটি, ইতালি
১১. রোহিঙ্গা কমিউনিটি, সুইডেন
১২. রোহিঙ্গা সোসাইটি, নেদারল্যান্ডস
১৩. রোহিঙ্গা সোসাইটি, মালয়েশিয়া
১৪. রোহিঙ্গা আরাকান শরণার্থী কমিটি
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম