আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রের কথায় নয়। কাজ করবেন রাজ্যের নির্দেশে। সোমবার ভারতের ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এমনই ফরমান জারি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকারের আমলাদের হুঁশিয়ারির পাশাপাশি পুরস্কারও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভায় মমতা বলেন, ‘‘দিল্লি থেকে নানান রকম নির্দেশ আসে। মাথায় রাখবেন আপনারা রাজ্য সরকারের হয়ে কাজ করেন। কোনও নির্দেশ এলে আমাদের জিজ্ঞাসা না করে নিজেরা কিছু কার্যকর করতে যাবেন না!’’ এমনকী, কেন্দ্র কোনও তথ্য চেয়ে পাঠালেও রাজ্যকে জিজ্ঞাসা না করে তা দিল্লিতে পাঠাতে নিষেধ করেছেন মমতা। ডব্লিউবিসিএস অফিসারদের যেহেতু রাজ্যেই কাজ করতে হয়, তাই রাজ্যের স্বার্থ দেখাই উচিত বলে মনে করিয়ে দিয়েছেন মমতা।
তবে শুধু হুঁশিয়ারি নয়, ডব্লিউবিসিএস অফিসারদের কিছু সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন ‘পে-রুল’ চালু করার পাশাপাশি বেতন এবং ভাতা বৃদ্ধির ঘোষণাও করেছেন তিনি। আধিকারিকদের পদোন্নতির ক্ষেত্রে জটিলতা কমাতে অনলাইনে ‘অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট’ দেওয়ার ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি।
সিঙ্গাপুর এবং অক্সফোর্ডে প্রশিক্ষণের ব্যবস্থা করে তিনি যে রাজ্য সরকারি আমলাদের কাজের মর্যাদা বাড়িয়েছেন, তা-ও মনে করিয়ে দিতে ভোলেননি মমতা। তিনি বলেন, “আপনাদের ছাড়া আমার চলবে না। আর আমাদের ছাড়া আপনাদের চলবে না। এই বোঝাপড়াটা যেন থাকে।’’
ডব্লিউবিসিএস আধিকারিকদের সংগঠন অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি ভীষ্মদেব দাশগুপ্ত বলেন, “আমলাতন্ত্র একটা হায়ারার্কি মেনে চলে। কোনও আমলা স্বাধীনতা ভোগ করেন না।” তোলা হবে। -এবেলা।
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম