বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৫:০৪:৫৬

মুসলিম উপ রাষ্ট্রপতি বলায় ক্ষোভের মুখে কেজরিওয়াল

মুসলিম উপ রাষ্ট্রপতি বলায় ক্ষোভের মুখে কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনায় মুখর টুইটার জগৎ। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির উপ রাজ্যপাল নাজিব জঙ্গকে নিশানা করে টুইট করেন কেজরিওয়াল। উপ রাজ্যপালের বিরুদ্ধে তার টুইট, ‘‌উপ রাষ্ট্রপতি হওয়ার জন্য নিজের আত্মাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিক্রি করে দিয়েছেন নাজিব জঙ্গ।’‌

তবে কেজরির মতে তা সম্ভব নয়। কারণ, মোদি কখনও একজন মুসলিমকে উপ রাষ্ট্রপতি করবেন না। কেজরিওয়ালের টুইট আসার পরই তার সমালোচনায় মুখর অনেকে। তাদের বক্তব্য, সাম্প্রদায়িক রাজনীতি করছেন কেজরিওয়াল। কেউ বলছেন, বিমুদ্রাকরণের ফলে ব্যাঙ্কে লাইন কমে গেছে। এই নিয়ে বাজার গরম করতে না পেরে কেজরিওয়াল আবার মোদি, জং, হিন্দু, মুসলিম, দলিত নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন। কেউ বলছেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কেজরিওয়াল আন্না হাজারেকে বিক্রি করেছেন। তার মুখে এসব মানায় না।

৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে