বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩১:৫২

এইমাত্র পাওয়া, ৪৭জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান!

এইমাত্র পাওয়া, ৪৭জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান!

আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সময়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে রওনা দেয়। পিকে-৬৬১ নম্বরের বিমানটির বিকেল ৪.৪০ মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছনোর কথা ছিল।

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি ফিকে হতে না হতেই এবারে পাকিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার সময়ে অ্যাবোটাবাদের কাছে ভেঙে পড়ে। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে বিমানটিতে মোট ৪৭জন ছিলেন। এঁদের মধ্যে ৪০জন যাত্রী, বাকিরা বিমানকর্মী।

স্থানীয় সময়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে রওনা দেয়। পিকে-৬৬১ নম্বরের বিমানটির বিকেল ৪.৪০ মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছনোর কথা ছিল। কিন্তু মাঝপথেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, বিমানটি ভেঙেই পড়েছে। যদিও যাত্রী এবং বিমানকর্মীরা বেঁচে আছেন কি না, তা নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।-এবেলা
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে