বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৫:০০

বেঁধে গেল যুদ্ধ! সমস্ত সামরিক তথ্য চুরি করে নিল কিমের দলবল

বেঁধে গেল যুদ্ধ! সমস্ত সামরিক তথ্য চুরি করে নিল কিমের দলবল

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন ধরণের সাইবার হামলা রুখে দিতে ‘মিলিটারি সাইবার কম্যান্ড’ নামে একটি ইউনিট গঠন করেছিলো দক্ষিণ কোরিয়া। বিবিসিতে প্রকাশিত খবরে জানা গিয়েছে, এবার সেই ‘মিলিটারি সাইবার কম্যান্ড’-এর সার্ভার হ্যাক করা হয়েছে। উত্তর কোরিয়া এই সাইবার অ্যাটাক চালিয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ কোরিয়ার একজন সেনামুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, হ্যাকিং-এর মাধ্যমে তাদের ‘মিলিটারি সাইবার কম্যান্ড’এর বেশকিছু ক্লাসিফায়েড তথ্য চুরি করেছে উত্তর কোরিয়া। তবে সেই তথ্যগুলো কী সংক্রান্ত, কিংবা সেগুলো কতটা গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বপূর্ণ তা জানা যায়নি এখনও। দক্ষিণ কোরিয়া আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে। সেসব অভিযোগ ছিল ব্যাংক আর মিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। এবার প্রথমবারের মতো সামরিক তথ্যে উত্তর কোরিয়াকে নিয়ে সাইবার হামলার অভিযোগ তুললো দেশটি।

এদিকে সিওলের এক বার্তা সংস্থাকে একজন সেনা মুখপাত্র বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে, ম্যালওয়্যার দিয়ে হ্যাকিং-এর মাধ্যমে অনেক গোপন তথ্যসহ বেশাকিছু সামরিক তথ্য চুরি করা হয়েছে।’ যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে উত্তর কোরিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।-কলকাতা২৪
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে