বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৭:৫৭

মোদীর সঙ্গে নতুন সংঘাতে মমতা

মোদীর সঙ্গে নতুন সংঘাতে মমতা

আন্তর্জাতিক ডেস্ক: মোদীর কোনও বার্তা সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে যেতে দিতে চান না মমতা। আর সেটা রুখতে কী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

নোটবাতিলের পরে দুর্নীতির বিরুদ্ধে নয়, ডিজিটাল ইকনমি নিয়ে প্রচারে তৎপর হচ্ছে মোদী সরকার। বুধবার প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের নির্দেশ দেন যেভাবে নির্বাচনের সময় ইভিএম মেশিন বা ভোটার তালিকা নিয়ে প্রচার করা হয়, সেভাবেই লেস-ক্যাশ অর্থনীতি নিয়ে প্রচার করতে হবে। ‘জনশক্তি’ সরকারের সঙ্গে আছে। বিরোধীরা অগণতান্ত্রিক কাজ করছে। মানুষের মধ্যে ই-ওয়ালেট, অনলাইন লেনদেন ইত্যাদির ব্যাপারে সচেতনতা গড়ে তোলাই এখন মোদী সরকারের লক্ষ্য।

সেই বার্তা নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল ইকনমি নিয়ে প্রশিক্ষণের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর একটি ভিডিও কনফারেন্স করতে চেয়েছিলেন। এই মর্মে রাজ্যের শিক্ষা দফতরে কেন্দ্রের চিঠিও এসে পৌঁছায়। বৃহস্পতিবারের এই ভিডিও কনফারেন্সে উপাচার্যদের উপস্থিত থাকার কথা বলা হয়।

কিন্তু রাজ্য সরকার এতেই বাধ সেধেছে। উপাচার্যরা যাতে এই প্রশিক্ষণে না খাকেন তা নিশ্চিত করছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার জানিয়ে দেন, এখন বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চলছে। ফলে উপাচার্যদের পক্ষে এই ভিডিও কনফারেন্সে থাকা বোধহয় সম্ভব নয়।

যখন উপাচার্যদের প্রশিক্ষণেই রাজ্য সরকার আপত্তি করছে তখন অনুমান করাই যায় ডিজিটাল ইকনমি নিয়ে মোদী সরকারের বার্তা কোনওভাবেই সরাসরি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে দেবে না মমতা সরকার।-এবেলা
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে