আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে চাপে রাখতে বিশাল সামরিক মহড়া শুরু করল চিন। একেবারে ভারতের শরীর ঘেঁষে জিনজিয়াংয়ে বড়সড় মহড়া চালাল চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র। চিনের পশ্চিমাঞ্চলের এই অংশটির সঙ্গে ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে। পিএলএ-র ওয়েস্টার্ন কমান্ডের এই মহড়ায় প্রায় ১০ হাজার সেনা অংশ নেয়। ভারত ও চিনের মধ্যে বিতর্কিত এলাকা আকসাই চিনের দায়িত্ব রয়েছে ওয়েস্টার্ন কম্যান্ডের ওপর। চিনের সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি-তে এই মহড়ার কথা জানানো হয়েছে।
মহড়ার মধ্যে যেমন রয়েছে নকল যুদ্ধ, গোয়েন্দা তথ্য বিনিময়, শত্রুপক্ষের শক্তি নির্ণয় এবং হঠাত যে কোনও ধরণের আক্রমণ মোকাবিলা। এই এলাকাতে হলেও এই মহড়া অন্তত গোপনে চালানো হয়েছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিঃসন্দেহে ভারতকে চাপে ফেলতেই এহেন সামরিক মহড়া চালিয়েছে চিন। এই অঞ্চলে সীমান্ত নিয়ে ভারত ছাড়া অন্য কোনও দেশের সঙ্গে চিনের সমস্যা নেই। সুমুদ্র পৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উঁচুতে সাতটি পাহাড় এলাকা জুড়ে এই মহড়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এই মহড়া করল চিন। আরও তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, পাক সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়া দায়িত্বভার গ্রহণের পরপরই চিনের মহড়াটি অনুষ্ঠিত হল। ভারতকে চাপে ফেলতে চিনের এই মহড়া পাক বাহিনীর মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
অন্যদিকে, চিনের এই গোপন মহড়ার দিকে কড়া নজর রাখছে ভারত। ভারত-চিন সীমান্ত এলাকাতে বাড়ানো হয়েছে সামরিক নিরাপত্তাও। সেনা জওয়ানদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।-কলকাতা২৪
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস