শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৫:০৪:০২

অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত দুই

 অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার ভিজেভারা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। টানা ৩৬ ঘন্টা গুলির লড়াইয়ের পর নিহত দুই জঙ্গি। আজ সকালে ভিজভাড়া এলাকার একটি ভাঙা বাড়ির নীচ থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। সকালে এক বিস্ফোরণে উড়ে যায় বাড়িটি।

পুলিশ সূত্রে খবর, এক জঙ্গির দেহ সম্পূর্ণ জ্বলে গিয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তারপরই চূড়ান্ত বিবৃতি দেওয়া হবে নিরাপত্তাবাহিনীর তরফে। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান আহত হয়েছেন।

বুধবার সন্ধেবেলা ওই এলাকায় লস্কর জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা আরিফ শাহ-র। ২৪ বছরের আরিফ অনন্তনাগের সঙ্গম এলাকার বাসিন্দা।-এবিপি আনন্দ
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে