আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে শুক্রবার পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ জন। খবর আল জাজিরার।
মাদাগালি শহরের একটি সবজি বাজারে ওই হামলাগুলো চালানো হয়। দুই জন আত্মঘাতী স্কুল শিক্ষার্থী ওই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে মাদাগালি শহরটিতে। নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র বাদার আকিন্তো বলেন, পরিস্থিতি সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তাই সেখানে আর কোনো নিরাপত্তা হুমকি নেই।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম