আন্তর্জাতিক ডেস্ক : শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ভারদা’। আগামী ১২ ঘন্টার মধ্যে তা আরও শক্তিশালী হবে বলে ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।
একই সঙ্গে সাইক্লোনের গতিমুখ দেখে আবহাওয়াবীদের শঙ্কা, সুপার সাইক্লোনটি আছড়ে পড়বে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপকূলে। বর্তমানে সাইক্লোনটির অবস্থান ভারতের অন্ধ্রেপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৯০ কিমি দক্ষিণ-পূর্বে এবং মছিলিপত্তনম থেকে ১,০৯০ কিমি পূর্বে।
দিল্লির আবহাওয়া ভবন জানিয়েছে, সোমবার দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের নেল্লোর ও কাকিনাড়ার উপর দিয়ে আরও উত্তরের দিকে এগিয়ে যাবে। অবশ্য ভূ-পৃষ্ঠে আছড়ে পড়লে অতটা শক্তি নাও থাকতে পারে ওই ঘূর্ণিঝড়ের, আশঙ্কা দিল্লির আবহাওয়া ভবনের।
মনে করা হচ্ছে, রবিবার থেকেই অন্ধ্র উপকূল বরাবর একাধিক জায়গায় ভারী ও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অন্ধ্রের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপর্যয় ভারতের মোকাবিলা দফতরকেও তৈরি রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে ত্রান-সামগ্রীও।
১০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস