আন্তর্জাতিক ডেস্ক : নোট বাতিল ইস্যুতে সংসদের অধিবেশন চলতে না দেওয়ায় বিরোধীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিমনিটাইজেশন নিয়ে ভারত সরকার সংসদে আলোচনায় যেতে রাজি বলেও করেছেন তিনি। খবর ইন্ডিয়া টাইমসের।
তবে বিরোধীরা সুপরিকল্পিত ভাবে হইহট্টগোল করে তাকে সংসদে কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। লোকসভায় তার বক্তব্য রাখতে না পারায় জনসভায় নিজের কথা বলছেন বলে জানিয়েছেন মোদি।
নোট বাতিল নিয়ে লোকসভায় মুখ খুলছেন না প্রধানমন্ত্রী মোদি। এই অভিযোগকে হাতিয়ার করে চলতি অধিবেশনে উত্তাল সংসদের দুই কক্ষই। কিন্তু নিজের অভিযোগে বল ফের বিরোধীদের কোর্টেই ফেরত পাঠালেন মোদি।
শনিবার গুজরাতের বনসকান্থায় একটি জনসভায় তিনি বলেন, 'সরকার সংসদের আলোচনা করতে সব সময় প্রস্তুত। কিন্তু লোকসভায় আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই আমি জনসভায় বক্তব্য রাখছি।' সংসদের এই অচলাবস্থায় চিন্তিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীও।
তার ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে মোদি বলেন, 'ব্যাঙ্ক আর এটিএম-এর লাইনে সময় নষ্ট করা বন্ধ করুন। ডিজিটাল ওয়ালেট ব্যবহার করুন।' নোট বাতিলের সিদ্ধান্তে দেশের সন্ত্রাসবাদকে অনেকটাই রোখা গিয়েছে বলে দাবি করেন মোদি।
সন্ত্রাসবাদীদের হাতে টাকার যোগান কমে গিয়েছে বলে দাবি তার। যে সব ব্যাঙ্ক কর্তারা কালো টাকা সাদা করার চক্রান্তে লিপ্ত, তারা ছাড় পাবে না বলেও কঠোর হুশিয়ারি দেন নরেন্দ্র মোদি।
১০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস