শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪৭:৫৫

জয়ললিতার মৃত্যু নিয়ে রহস্য, সিবিআই তদন্তের দাবি

জয়ললিতার মৃত্যু নিয়ে রহস্য, সিবিআই তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : আম্মা চলে গিয়েছেন। রেখে গিয়েছেন অনেক প্রশ্ন। যার উত্তর খুঁজছে সাধারণ মানুষ। প্রয়াত এআইএডিএমকে সুপ্রিমো জে জয়ললিতার এই বিরাট সাম্রাজ্যের দায়িত্ব কে নেবেন, তার বিপুল সম্পত্তির মালিকানা কে পাবেন।

এসব নিয়ে তো জলঘোলা চলছেই। কিন্তু তার মৃত্যু ঘিরেও কম ধোঁয়াশা তৈরি হয়নি। দীর্ঘ দু’মাস হাসপাতালে ভর্তি থাকার পর গত সোমবার অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে আম্মার শরীরের খবর চিকিৎসকদের মুখ থেকেই শুধু শোনা গিয়েছিল। আর তার জন্যই তৈরি হয় ধোঁয়াশা। ফলে আম্মার মৃত্যু রহস্যের বিস্তারিত রিপোর্ট দাবি করছেন তার অগণিত অনুগামীরা।

change.org ওয়েবসাইটে জনমত গড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি আবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ। মোদির কাছে গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিও করছে আম আদমি। তাদের আবেদনে মূলত এই প্রশ্নগুলির উত্তর চাওয়া হয়েছে।

১. প্রয়াত মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল?
২. হাসপাতালে কেন কারও সঙ্গে আম্মাকে দেখা করতে দেওয়া হত না?
৩. হাসপাতালে থাকাকালীন কোনও ছবি, ভিডিও বা অডিও ক্লিপ কেন জনতার সামনে তুলে ধরা হয়নি?
৪. প্রয়াত জয়ললিতার মুখে কালো গর্ত দেখা গিয়েছিল কেন? তবে কি তিনি অনেক আগেই প্রাণ হারিয়েছিলেন? যদি তাই হয়, তবে এতদিন সেই খবর প্রকাশ্যে আনা হয়নি কেন?
৫. কেন বিকেল সাড়ে ৫টায় জানানো হয়েছিল মৃত্যু হয়েছে আম্মার? আবার কেনই বা তাকে গুজব বলা হল?

এসব প্রশ্নই ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই এই আবেদনের পক্ষে সরব হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার ভারতীয়। সংবাদ প্রতিদিন
১০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে