আন্তর্জাতিক ডেস্ক : দলিত ও সংখ্যালঘুদের টার্গেট করা হলে ভারত আবার ভাগ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। আরোঙ্গবাদে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানের সম্মিলিত সমাবেশ শেষে স্থানীয় এক টিভির সাথে এ কথা বলেন তিনি।
মাওলানা মাদানি বলেন, ‘ভারত সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিককে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। এ অধিকার বলে প্রতিটি নাগরিক আপন বলয়ে থেকে নিজ নিজ কাজ করার অধিকার রাখে। ভারতবর্ষে যদি দলিত ও সংখ্যালঘুদের অযাচিত টার্গেটে পরিণত করা হয় তাহলে ভারতকে আবার ভাগ হতে হবে।’
তিনি বলেন, ‘মুসলমান তাদের নিজস্ব মুসলিম আইনে নিজেদের সংশোধন করবে। আর মুসলমানদের ধর্মীয় কোনো ব্যাপারে কেবল মুসলমানদেরই মতো গ্রহণ করা হবে পুরো রাষ্ট্রের মতো নয়।’
তিনি বলেছেন, ‘দেশের সংবিধান প্রতিটি নাগরিককে ব্যক্তিস্বাধীনতা দিয়েছে। আর সাংবিধানিক অধিকারের ঊর্ধ্বে কিছু নেই। জমিয়তে উলামায়ে হিন্দ সবসময়ই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিল। কিন্তু তথাকথিত ধর্মনিরপেক্ষ শক্তি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার না থাকায় তারাই গুরুত্বহীন হয়ে পড়েছে।’
সাম্প্রতিক ক্রমবর্ধমান হিন্দু সাম্প্রদায়িকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রহস্যজনক নীরবতার উপহাস করে জমিয়তে হিন্দের সভাপতি বলেন, ‘এ দেশ থেকে মুসলমানদের বিতাড়িত, ভোটাধিকার হরণ করার কথা যখন চলছিল নরেন্দ্র মোদি তিন বছর পর্যন্ত চুপ ছিলেন আর যখন মুখ খুললেন তখন তিনি মুসলিম নারীদের তিন তালাকের অধিকার দেয়ার বিষয়ে কথা বললেন যা বড়ই উদ্বেগ জনক।’ -ডেইলি পাকিস্তান।
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম