আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পালমিরা শহরের কাছে বিমান ও সম্ভাব্য রাসায়নিক হামলায় বহু মানুষের প্রাণহানীর খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস -এর বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বিবিসি।
পালমিরা থেকে হটিয়ে দেওয়ার নয় মাস পর শনিবার আবারও সিরিয়ার প্রাচীন নগর পালমিরা আবার দখল করে নেয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঢুকে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই রুশ বিমান হামলার মুখে তারা পিছু হটে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রোববার আইএস নগরের কেন্দ্রস্থলে ঢুকে পড়ে।
রবিবারের ধারাবাহিকতায় সোমবারও মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত অংশে ব্যাপক বোমা হামলা চালায় সিরীয় সরকারের সঙ্গে যুক্ত বাহিনীগুলো । সমন্বিত হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।
এর আগে বিবিসি হোমস প্রদেশের গভর্নর তালাল বারাজিকে উদ্ধৃত করেজানায়,, সরকারি বাহিনী শহর থেকে বেরিয়ে গেলেও এখন তারা ইসলামিক স্টেটকে পর্যুদস্ত করার জন্য নতুন করে পুনর্গঠিত হচ্ছে। সরকারি বাহিনী আইএসকে শহরে থাকতে দেবে না। তাদের তাড়িয়ে দিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামা প্রদেশের সূত্রগুলোর বরাতে জানিয়েছে, তারা বেশকিছু মৃতদেহ দেখতে পেয়েছে। তবে দেহগুলোর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। হামা প্রদেশের একটি নাগরিক গোষ্ঠী অন্ততপক্ষে ৪০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আঘাতবিহীন এইসব মৃত্যুতে আবারও সিরীয় যুদ্ধে রাসায়নিক গ্যাস ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য সিরীয় সরকার এবং সমর্থক রাশিয়া এরআগেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে।
রুশ বিমান বাহিনীর হামলার মুখে চলতি বছরের মার্চে আইএস ঐতিহাসিক প্রাচীন মরুনগরী পালমিরা ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু গেল সপ্তায় আকস্মিক হামলা চালিয়ে শহরটির পুনরায় দখল নেয় এই উগ্রপন্থি গোষ্ঠীটি। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা শহরটি ১০ মাস দখল করে রাখার সময় আইএস জঙ্গিরা প্রাচীন বিভিন্ন স্থাপনা ও নিদর্শন ধ্বংসের পাশাপাশি একজন প্রত্নতাত্ত্বিক পরিচালককে শিরশ্ছেদে হত্যা করে। সেসময় ২০০০ বছরের পুরনো দুটি রা গুঁড়িয়ে দিয়েছিল আইএস। ধ্বংস করেছিলো আরও বেশকিছু নিদর্শন।
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম